[email protected] শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

ভোটের লড়াইয়ে খেলাফত মজলিস, ২২৩ আসনে প্রার্থী ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ২২:৪৭
আপডেট: ১৭ জুলাই ২০২৫ ২২:০৭

সংগৃহিত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে প্রথম ধাপে দেশের ২২৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সঞ্চালনায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা।

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিস জানায়, তারা আগামী জাতীয় সংসদে নিম্নকক্ষে আংশিক অনুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষে পূর্ণ অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক দ্বিকক্ষীয় সাংবিধানিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে।

দলের ভাষ্য, একদলীয় বা একচ্ছত্র শাসনব্যবস্থা জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে ব্যর্থ। সকল শ্রেণি ও মতধারার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অনুপাতিক পদ্ধতির কোনো বিকল্প নেই। এটি রাজনৈতিক স্থিতিশীলতার পথও সুগম করবে বলে দলটির বিশ্বাস।

এসময় মাওলানা মামুনুল হক বলেন,
“ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেদের মধ্যেই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে। এই পারস্পরিক বিরোধই ফ্যাসিবাদের দোসরদের উৎসাহিত করছে।”

তিনি আরও বলেন, “তারা এখন জুলাই-আগস্টের বিপ্লবীদের বিরুদ্ধেও হামলার দুঃসাহস দেখাচ্ছে। আমরা যদি সচেতন না হই, তবে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। এখনই সময়, সকল মতের মধ্যে ঐক্য গড়ে তুলে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার।”

খেলাফত মজলিস জানায়, বাকি আসনগুলোতেও দ্রুত প্রার্থী ঘোষণা করা হবে। পাশাপাশি নির্বাচনকে ঘিরে দলীয় কর্মসূচি, ইশতেহার এবং জোটগঠনের বিষয়েও পর্যায়ক্রমে ঘোষণা দেওয়া হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর