[email protected] বৃহঃস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার অভ্যুত্থানে শহীদদের স্বরণে দোয়া মাহফিল করবে ছাত্রদল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১৭:৪৬

ফাইল ছবি

জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত সব শহীদ এবং ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য ঢাকার সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, “আমরা জাতির এই কঠিন সময়ে শহীদদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় সকল নেতাকর্মীকে দোয়া মাহফিলে যোগ দিতে অনুরোধ জানাচ্ছি।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর