[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ২২:০৯

সংগৃহিত ছবি

চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শে তার ফলোআপের সিদ্ধান্ত হয়েছে।

এনিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকার এবং দলটির একাধিক সূত্র রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, চিকিৎসকরা লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ফলোআপকে জরুরি মনে করছেন।

গত ৮ই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেখানে প্রায় ৪ মাস ছিলেন তিনি। জানুয়ারি মাসের প্রায় পুরোটা সময় ছিলেন হাসপাতালে ভর্তি। পরের ৩ মাস বেগম খালেদা জিয়া ছিলেন তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়। সেখানে থেকে তাঁর চিকিৎসার ফলোআপ হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর