[email protected] শনিবার, ২ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৫, ২১:৫০

সংগৃহিত ছবি

জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংবিধান, আইন ও বিধিমালা সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী এই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছে দলটি।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের প্রয়াত শীর্ষ নেতাদের কবর জিয়ারত ও মাদরাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “জুলাই সনদের খসড়া জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। ৮২৬টি প্রস্তাবনার মধ্যে ৫১টি বাদে বাকি সবকটিতে আমরা একমত হয়েছি। ১১৫টি প্রস্তাবে ভিন্নমত রয়েছে, যেগুলো আমরা উপস্থাপন করেছি। বাস্তবায়নের ব্যাপারে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।”

তিনি আরও জানান, “জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার ও প্রতিশ্রুতি চেয়েছিল। বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব আইনি সংস্কার আমরা করব বলে আশ্বস্ত করেছি।”

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন বলেন, “এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা পাইনি। পেলে তারপর আমরা আমাদের অবস্থান জানাব।”

এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও গণতন্ত্র এখনো পূর্ণতা পায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করেছেন, আমরাও সেই নীতির ধারাবাহিকতায় বিশ্বাসী।”

তিনি বলেন, “বিএনপিই সবচেয়ে বেশি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছে, তবু আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে থাকব। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। নির্বাচন না-ও হতে পারে—এমন দুশ্চিন্তায় বিএনপি নেই। আমরা সরকারের পক্ষ থেকে দ্রুত স্পষ্ট বার্তা প্রত্যাশা করছি।”

হাটহাজারী মাদরাসা সফর প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, “২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের যেসব শীর্ষ নেতারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। তাদের কবর জিয়ারত করেছি এবং বর্তমান নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হেফাজতের অবদানকে স্বীকৃতি দিই।”

তিনি আরও বলেন, “আসন্ন সময়ের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সকল মত ও পরামর্শ নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চায়। শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শে আমরা জোটবদ্ধভাবে সবাইকে নিয়ে এগোতে চাই।”

মাদরাসা সফরে বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর