[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

পিআর পদ্ধতিতে ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪০

ফাইল ছবি

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এতে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর চাওয়ার উদ্দেশ্য দুটি—একটি হলো বেশি আসন পাওয়া, অন্যটি দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় আসতে না পারে। তার মতে, যারা কম জনপ্রিয়, তাদের জন্যই পিআর লাভজনক।

তিনি আরও বলেন, সংবিধানে স্পষ্টভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা উল্লেখ আছে। তাই কোন পদ্ধতিতে ভোট হবে, সে বিষয়ে বিভ্রান্তি তৈরি করা যাবে না। এ ক্ষেত্রে জামায়াতকে সংবিধান খুলে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক ও অবৈধ দাবি মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। বর্তমান সরকার সাংবিধানিক সরকার, তাই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে আইনানুগভাবে সরকার পরিচালনা করতে হবে।

জরিপ প্রসঙ্গে তিনি বলেন, তাতে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর সম্পর্কে কিছুই জানে না। অথচ জামায়াত দাবি করছে ৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতি চায়। তিনি অভিযোগ করেন, এমন তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর