[email protected] শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

আদালতের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০

সংগৃহিত ছবি

আদালতের নির্দেশে অবশেষে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) দলটিকে নিবন্ধন সনদ প্রদান করে। নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে লেবার পার্টির প্রতীক নির্ধারণ করা হয়েছে আনারস।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সনদে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ মে’র রায় ও আদেশের আলোকে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেয়া হয়েছে। দলের প্রধান কার্যালয় নির্ধারণ করা হয়েছে রাজধানীর নয়াপল্টনের ৮৫/১ মসজিদ গলি (তৃতীয় তলা), ঢাকা-১০০০।

নতুন নিবন্ধনের ফলে দেশে রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৫২টি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। এসব দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি আদালতের নির্দেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর