[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

জনগণ যেভাবে চায় বিএনপি নেতাকর্মীদের সেভাবেই চলতে হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু সম্মেলন বা সভা-সমাবেশ করলেই হবে না, জনগণকে ঐক্যবদ্ধ করতে ও দেশ গঠনের বার্তা পৌঁছে দিতে ঘরে ঘরে যেতে হবে। এজন্য ছোট ছোট টিম গড়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “দেশকে গঠনে গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। গত ১৫-১৬ বছর দেশ এক ডাকাতের কবলে পড়েছিল, আমরা সবাই মিলে সেই ডাকাতকে বিতাড়িত করেছি। এখন দেশকে পুনর্গঠনের সময়।”

তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মীরা হত্যা, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। আজ স্বৈরাচারের পতন ঘটেছে, এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

দেশ পুনর্গঠনে বিএনপির ইতিবাচক চিন্তাভাবনা সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য ঐক্য, জনগণ ও দেশ গঠন। স্বাধীনতার পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে একের পর এক স্বৈরাচার এসেছে, জনগণ তাদের প্রতিবারই বিতাড়িত করেছে। এবারও জনগণ তাই করেছে।”

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে জাকারিয়া তাহের সুমন সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর