[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে: শামসুজ্জামান দুদু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৪

ফাইল ছবি

বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, শেখ মুজিবুর রহমানের সময়ে অনুষ্ঠিত ১৯৭৩ সালের নির্বাচন ছিল “দুর্নীতি ও লুটপাটের” নির্বাচন। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব পাকিস্তানে অবস্থান করেছিলেন, অথচ জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং পরে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছরের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আর বর্তমানে তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।”

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রফিকুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ আরও অনেকে বক্তব্য দেন।

সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর