জনগণের রায়কে ভয় পেয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অনেকে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ইস্যুকে সামনে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত “জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নাই” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, “যারা বলছে নির্বাচন হতে দেওয়া হবে না— তাদের বলতে চাই, বিএনপি কোনো দুর্বল দল নয়। ইনশাল্লাহ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের সবাইকে জানাতে চাই— জিয়াউর রহমান আজ নেই, কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে।”
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান প্রশাসনে স্বৈরাচারের দোসররা বসে আছে। এদের সরানো না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনকেও নিরপেক্ষ করতে হবে।
পিআর পদ্ধতির প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “এদেশের জনগণের এ বিষয়ে কোনো ধারণা নেই। জনগণ যদি সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে আপনারা চালু করুন। তবে জনগণের অচেনা কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করব না।”
জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফর প্রসঙ্গে তিনি সমালোচনা করে বলেন, “১০৪ জনকে নিয়ে জাতিসংঘে যাওয়া জনগণের অর্থের অপচয়। ১০ মিনিটের বক্তৃতার জন্য এভাবে বিদেশ ভ্রমণ বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য মানানসই নয়।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: