[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার জোর চেষ্টা করা হবে : বরকতউল্লাহ বুলু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১২:০৯

ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার জোর প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বরকতউল্লাহ বুলু বলেন, “নোয়াখালী জেলার আয়তন দুই হাজার বর্গকিলোমিটার বেড়ে যাচ্ছে। সমুদ্র বন্দর হচ্ছে। বাংলাদেশের সৃষ্টির সঙ্গে নোয়াখালীর নেতারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন। সিরাজুল আলম খান না থাকলে বাংলাদেশের জন্ম হতো না, আ স ম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন। প্রথিতযশা সাংবাদিকদেরও বাড়ি নোয়াখালীতে। বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িও বৃহত্তর নোয়াখালীতে।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ করা হয়েছিল। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে নোয়াখালী বিভাগ করা। বিএনপি ক্ষমতায় এলে এটি হবে আমাদের প্রথম অগ্রাধিকার।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সচিব কেএম মোজাম্মেল হক। তিনি বলেন, “নোয়াখালীর রয়েছে তিন হাজার বছরের ইতিহাস। কুমিল্লার চেয়ে আয়তনে প্রায় ১২০০ বর্গকিলোমিটার বড় এই জেলার জনসংখ্যা প্রায় ৪০ লাখ। সরকারের অনেক গুরুত্বপূর্ণ দপ্তর নোয়াখালীতে অবস্থিত। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সমুদ্র অর্থনীতিতে নোয়াখালীর অবদান প্রায় ৩০ ভাগ। এসব কারণেই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবার সুবিধার্থে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা জরুরি।”

নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মাবুদ দুলালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিএনপি, জামায়াত, গণঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর