[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১২:২০

ফাইল ছবি

নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এই আহ্বান জানান।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, পাহাড়ি সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান) উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,

“বৈঠকে জাতিসংঘ প্রতিনিধি আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান ও ভূমিকা সম্পর্কে জানতে চান। রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দলের সীমিত ভূমিকার বিষয়টি উল্লেখ করে জামায়াতের আমির ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন।”

জামায়াতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, জাতিসংঘ বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা রাখবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর