[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

নভেম্বরে আলাদা গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৪

সংগৃহিত ছবি

জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে দলটি নির্বাচন কমিশনে একটি লিখিত প্রস্তাবও জমা দিয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামী তাদের প্রস্তাব উপস্থাপন করে। বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ।

বৈঠক শেষে সাংবাদিকদের আব্দুল্লাহ তাহের বলেন, “আমরা নির্বাচন কমিশনকে বলেছি—গণভোট আলাদা করে আয়োজন করতে হবে। কারণ এটি জাতীয় নির্বাচনের মতো নয়, বরং এটি জাতির স্থায়ী সংস্কার (রিফর্মস) বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই এর ওপর আলাদা গণভোটের মাধ্যমেই জনগণের মতামত নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আমরা চাই নভেম্বর মাসেই গণভোট হোক। জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে করলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। যেমন, প্রতিটি দল তখন নিজ নিজ প্রতীকের নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবে, ফলে রিফর্মস ইস্যুটা চাপা পড়ে যাবে। আবার কোনো কেন্দ্রের ভোট স্থগিত হলে গণভোটের ফলও অনিশ্চিত হয়ে পড়বে। অথচ দুটি বিষয় ভিন্ন প্রকৃতির—একটি জনপ্রতিনিধি নির্বাচন, আর অন্যটি জাতীয় রিফর্ম সংক্রান্ত সিদ্ধান্ত।”

তাহের বলেন, “এই ভিন্ন প্রকৃতির কারণেই আমরা সরকার ও নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়েছি—গণভোট আলাদা করেই আয়োজন করা উচিত।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর