[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

মশার কামড় খেয়ে ইসির ফটকে রাত কাটালেন তারেক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৯

সংগৃহিত ছবি

মশার কামড় খেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে রাত কাটালেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। দলের নিবন্ধন না পাওয়ায় দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে তিনি আমরণ অনশনে বসেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে অনশন শুরু করেন তারেক রহমান। সারারাত ইসির মূল ফটকের সামনে কাটিয়ে বুধবার (৫ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।

তারেক রহমান বলেন, “আমরণ অনশনের জন্য আমি একাই যথেষ্ট। আমাদের কেন্দ্রীয় কমিটির ১৪১ জন সদস্য আছেন। সবাই এখানে এলে বিষয়টি শক্তি প্রদর্শনের মতো মনে হতো। কিন্তু এটা শক্তি দেখানোর আন্দোলন নয়, এটা একটি বার্তা আমাদের সঙ্গে অবিচার হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে। নিবন্ধনের বিষয়ে নির্বাচন কমিশনকে বহুবার জানিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। তাই অনশনে বসতে বাধ্য হয়েছি।”

আমজনতা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নান্নু ব্যাপারী বলেন, “আমরা সব শর্ত পূরণ করেও নিবন্ধন পাইনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির ফটক ছাড়বো না। প্রয়োজনে মৃত্যুও মেনে নেব।”

ইসির ফটকের সামনে এখনো আমজনতা দলের কয়েকজন কর্মী অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের দাবি, অবিলম্বে দলটির নিবন্ধনের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর