বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তার জামায়াতে যোগদানের ছবি ও তথ্য প্রকাশিত হয়। ছবিতে দেখা যায়, জাহিদুল ইসলাম জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করছেন এবং পরবর্তীতে দলের আমিরের সাথে কোলাকুলি করছেন।
উল্লেখ্য, জাহিদুল ইসলাম সম্প্রতি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব থেকে অবসর নিয়েছিলেন। তার পরের দিনই তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের এই সিদ্ধান্ত নেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: