বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দলের জোটে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নতুন করে যুক্ত হওয়া দল দুটি হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের নেতা আহমদ আব্দুল কাদের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ সমমনা আটটি দলের শীর্ষ নেতারা।
সংবাদ সম্মেলনে এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে এ বিষয়ে জামায়াত আমির বলেন, “একটু আগেই এনসিপির সঙ্গে আমাদের বৈঠক শেষ হয়েছে। তারা এই মুহূর্তে উপস্থিত হতে পারেননি। এনসিপি শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।”
তিনি আরও জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সমমনা দলগুলো ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: