[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬

সংগৃহিত ছবি

দলের চেয়ারপারসন ও দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, আগামী সাত দিন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। একই সঙ্গে দলের প্রত্যেকটি কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া নয়া পল্টন ও গুলশান কার্যালয়ে শোক বই খোলা হবে। খালেদা জিয়ার দাফন ও কাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর