বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন হবে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। তার জানাজার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
তিনি জানান, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও কাফনের ব্যবস্থা করা হবে। জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারসংলগ্ন জিয়া উদ্যানে তাকে দাফন করা হবে।
জানাজার নির্দিষ্ট সময় সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে। মঙ্গলবার সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সম্ভাব্য সময় হিসেবে বুধবার জোহরের পর জানাজার কথা বলা যায়।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: