[email protected] শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
২০ পৌষ ১৪৩২

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬, ১৩:০৩

ফাইল ছবি

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানান।

তাসনিম জারা আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে আপত্তি জানিয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন। পরে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামার তথ্যে দেখা গেছে, তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। কোনো ঋণ, দায় বা সরকারি পাওনাও নেই। তার নামে কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা কৃষি ও অকৃষি জমি নেই। অলংকার রয়েছে আড়াই লাখ টাকার।

ব্যাংকে তার নিজ নামে জমা আছে ১০ হাজার ১৯ টাকা এবং হাতে নগদ আছে ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। তার স্বামী খালেদা সাইফুল্লাহর হাতে নগদ আছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড।

তাসনিম জারার চাকরি থেকে বছরে আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। ব্যাংকে তার আমানত ২৬৪ টাকা। দেশের বাইরে তার আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। অন্যদিকে, তার স্বামীর দেশের বাইরে আয় ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড।

পেশায় তাসনিম জারা একজন চিকিৎসক। তার স্বামী উদ্যোক্তা ও গবেষক। সদ্য পদত্যাগ করা এ নেত্রীর জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার বাবার নাম ফখরুল হাসান এবং মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান। তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর