ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহম্মাদ রেজাউল করীম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের ভবিষ্যৎ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
রবিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে রেজাউল করীম বলেন, ২০২৪ সালের জুলাইয়ে তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনবাজি রেখে রাজপথে লড়াই করেছে। সেই আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হলেও এখনও ফ্যাসিবাদী আইন, রীতি ও সংস্কৃতি পুরোপুরি বিলুপ্ত হয়নি। ফ্যাসিবাদের স্থায়ী অবসান নিশ্চিত করতেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। আর সেই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তাই গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করা অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য ছিল না, বরং একটি মহৎ লক্ষ্যকে সামনে রেখে মানুষ জীবন ঝুঁকিতে ফেলেছিল। জুলাই সনদে সেই গণআকাঙ্ক্ষার বড় একটি অংশ অন্তর্ভুক্ত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করে আয়োজনের দাবি জানিয়ে এসেছে। তবে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন করায় সনদ নিয়ে আলোচনার গুরুত্ব অনেকাংশে কমে গেছে, যা বর্তমানে স্পষ্ট।
চরমোনাই পীর বলেন, জুলাই সনদের পক্ষে পর্যাপ্ত জনসমর্থন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার, নির্বাচনসহ সামগ্রিক প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সনদ নিয়ে আলোচনা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এখনো জননিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, যা সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে দ্রুত দূর করতে হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: