ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার চারটি ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ঝিনাইদহ-৪ আসন জাতীয়তাবাদের উর্বর ভূমি। এই ভূমিতে বিএনপি এবং ধানের শীষ প্রতীকের বিজয় হবে। কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত করে এই বিজয় আটকানো যাবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের ফয়লা রোডে বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এই আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে উদ্দেশ করে রাশেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েই তাকে ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন দিয়েছেন। তিনি বলেন, “আমি নিজে থেকে এই আসনে নির্বাচনের প্রস্তুতি নিইনি। দলই আমাকে এখানে প্রার্থী করেছে। তাই ঝিনাইদহ-৪ আসনের প্রার্থীকে চ্যালেঞ্জ করা মানে সরাসরি তারেক রহমানকে চ্যালেঞ্জ করা। বিষয়টি সাধারণ মানুষ ইতোমধ্যেই বুঝে গেছে।”
তিনি আরও বলেন, “সামান্য ভুলের কারণে আমাদের কোনো ভাইয়ের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হোক—আমি তা চাই না। আমি চাই সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে। কারও প্রতি আমার কোনো রাগ, ক্ষোভ বা অভিমান নেই।”
দলের প্রতীককে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, “ব্যক্তিকে গুরুত্ব দেবেন, নাকি দলের প্রতীককে গুরুত্ব দেবেন—সেটা আপনাদের ভাবতে হবে। আপনাদের ভোটে, আমাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তাই সবাইকে এক হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিএনপির কোনো উপকার হবে না, বরং ক্ষতিই হবে।”
তিনি বলেন, শুধু ঝিনাইদহ-৪ আসন নয়, সারা দেশে যেসব জায়গায় স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং যাদের মধ্যে ক্ষোভ বা অভিযোগ আছে, তাদের সবার প্রতি তার আহ্বান—এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে করে বিএনপির ক্ষতি হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: