[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক, চুক্তি সই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ২২:২৯

সংগৃহিত ছবি

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত ১৩ ও ১৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী যৌথ কমিটির বৈঠকে এ চুক্তি সম্পন্ন হয়। বৈঠকে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করা, দক্ষ ও অদক্ষ কর্মী প্রেরণের সম্ভাবনা এবং ইরাকে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে উভয় পক্ষ ‘রেকর্ড অব ডিসকাশন’ শিরোনামে একটি নথিতে স্বাক্ষর করে।

মন্ত্রণালয় জানায়, ইরাকের কোন খাতে কর্মীর চাহিদা বেশি তা শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি, সাধারণ ক্ষমার আওতায় অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধ করার অনুরোধ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরাক সরকারকে চিঠি পাঠানো হবে।

বাংলাদেশি কর্মী প্রেরণের প্রক্রিয়া আরও সহজ করতে প্রতি বছর অন্তত একবার যৌথ কমিটির বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের পক্ষে কাজিম অব্দুর রেজা খাইয়ুন আত-ওয়ানি, মহাপরিচালক (মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) স্বাক্ষর করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। এর আগে ইরাকি প্রতিনিধিদল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর