বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মির্জাপুর কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি সাবেক ছাত্র নেতা মো. মাসুদ রানা
চাটখিল উপজেলা বিআরডিবি’র নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ রান
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মির্জাপুর কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি সাবেক ছাত্র নেতা মো. মাসুদ রানা। এছাড়া সহ-সভাপতি পদে ছয়ানী টবগা কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি মোজাম্মেল হোসেন ভ‚ইয়া এবং উত্তর রেজ্জাকপুর কৃষক সমবায় সমিতির প্রতিনিধি মো. হোসেন তানভীর ও পশ্চিম নোয়াখলা বিত্তহীন সমবায় সমিতির প্রতিনিধি মো. ফরহাদ মোজহারকে সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে সমিতির বিশেষ সাধারন সভা শেষে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ।
এদিকে সাবেক এই ছাত্র নেতা বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সংবাদে তাকে পৌর ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক শামীম মির্জার নেতৃত্বে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মাসুদ রানাকে শুভেচ্ছা জানান।
আলোকিত গৌড়/এফ.এ
মন্তব্য করুন: