[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

ভোলাহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে ২০২৫, ১৯:৩০

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫টায় ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি ভোলাহাট মোহবুল্লাহ কলেজ থেকে শুরু হয়ে কলেজ মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা শামসুজ্জামান আলকাশ, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামসহ আরও অনেকে।

সভা পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলী হায়দার।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সময়ের দাবি। তারা বলেন, শ্রমিকরা সমাজে নানা শোষণ ও বঞ্চনার শিকার হচ্ছেন, যা থেকে মুক্তি পেতে হলে ইসলামী শ্রমনীতিকে গুরুত্ব দিয়ে তা কার্যকর করতে হবে। এটি সমাজে ন্যায়বিচার, শান্তি ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর