চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক সড়ক দুর্ঘটনায় মতিন মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের জটলা মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার দিকে রহনপুর থেকে যাতাহারা সড়কের ডোবার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় এখনই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা যায়, মতিন মন্ডল নিজ বাড়ি থেকে বাজার করতে যাওয়ার সময় মোটরসাইকেলে করে যাতাহারা যাচ্ছিলেন। পথে ডোবার মোড়ে তার মোটরসাইকেলের সঙ্গে একটি পাওয়ার টিলারের সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: