চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে চলমান কর্মসূচিকে "ন্যায্য ও জরুরি" বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (৮ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জবাসীর যেকোনো ন্যায্য দাবির সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করি।”
তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবি শুধু নাগরিক সুবিধার প্রশ্ন নয়, এটি জেলার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই দাবিকে বাস্তবায়নে তিনি নিজ অবস্থান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “খুব দ্রুতই আমরা এ বিষয়ে একটি সুসংবাদ পাবো, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জবাসী দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি আন্তঃনগর ট্রেন যোগাযোগ পুনরায় চালুর দাবিতে আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছেন। সম্প্রতি এই দাবিতে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: