[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক রাতে আওয়ামিলীগের ১৩ জন গ্রেফতার

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৯ মে ২০২৫, ১৫:০৯

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ এদের আটক করে। সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

গ্রেফতারকৃত হাম্মাদ আলী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এছাড়া, তিনি ওই নেতার সঙ্গে ঠিকাদারি ব্যবসায় যুক্ত রয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালুও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে ৫ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সরকারি মালখানা লুটের অভিযোগ রয়েছে। ওই মামলার সূত্রেই তাকে গ্রেফতার করা হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর