“রাষ্ট্রের মূল চালিকা শক্তি শ্রমিকরা, অথচ তারা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত”—এ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, “শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন আজ সময়ের দাবি।”
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (৯ মে) চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আয়োজনে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য”—এই স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাগঞ্জ পৌর শাখার সভাপতি এনায়েতুল্লাহ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, “শ্রমিকরা যদি কাজ বন্ধ করে দেন, তাহলে রাষ্ট্রের সব সেক্টর অচল হয়ে যাবে। অথচ আজ পর্যন্ত কোনো সরকার তাদের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি।” তিনি অভিযোগ করেন, বিগত ৫৩ বছরে রাষ্ট্রক্ষমতায় থাকা দলগুলো শ্রমিকদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, শোষণ করেছে এবং মালিক-শ্রমিক দ্বন্দ্ব সৃষ্টি করে পরিবেশকে অশান্ত করেছে।
তিনি আরও বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মালিক-শ্রমিকের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার জন্য কাজ করছে এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক শ্রম-পরিবেশ গড়ে তুলতে চায়।” একই সঙ্গে তিনি শ্রমনীতি সংস্কারের লক্ষ্যে একটি ‘শ্রমনীতি সংস্কার কমিশন’ গঠনের দাবি জানান।
নূরুল ইসলাম বুলবুল তার বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থান, চলমান ছাত্র আন্দোলন এবং সরকারের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তবর্তীকালীন সরকার ৮ মাসেও গণহত্যার বিচার নিশ্চিত করতে পারেনি। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং গণহত্যার বিচারের আহ্বান জানান।
এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন। আন্তঃনগর ট্রেন চালু, গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চারলেন সড়ক নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি বলেন, “পূর্বের এমপিরা জনগণের জন্য কী করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এখন প্রয়োজন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে চাঁপাইনবাবগঞ্জবাসীর উন্নয়নে কাজ করা।”
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুস সবুর, চাঁপাইনবাবগঞ্জ জেলা উপদেষ্টা অধ্যাপক আবু বকর, সাধারণ সম্পাদক অধ্যাপক মনিমুল হক ও চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার প্রধান উপদেষ্টা হাফেজ গোলাম রাব্বানী।
বক্তারা ইসলামী দৃষ্টিভঙ্গিতে শ্রমিকদের অধিকার ব্যাখ্যা করেন এবং সকল শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: