[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী-লীগকে নিষিদ্ধের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে গণ-জমায়েত

জাহিদুর রহমান

প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৮:৩২

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী-লীগকে নিষিদ্ধের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে গণ-জমায়েত

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী-লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবীতে চাঁপাইনবাবগঞ্জে গণ-জমায়েত কর্মসূচী পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি।

শনিবার (১০ মে) বিকেল ৪টায় শহরের শান্তিমোড়ে এই গণ-জমায়েত অনুষ্ঠিত হয়।

 

সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলার আহব্বায়ক মোঃ রাহিম আলীর সভাপতিত্বে গণ-জমায়েতে উপস্থিত ছিলেন, জেলার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মোঃ সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, মাহিন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা বলেন, যেকোন মূল্যে গণহত্যাকারী দল আওয়ামীলীগ নিষিদ্ধ করতে হবে। যারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে দাড়াবে জুলাইয়ের যোদ্ধারা তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।

 

সেখানে বক্তারা অন্তর্বর্তী সরকার উদ্দেশ্য করে বলেন, বিএনপি বা জামায়াত-শিবির আপনাদের ক্ষমতায় আনে নাই। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্ররাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তাই সারাদেশে শিক্ষার্থীদের দাবী মেনে নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করুন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর