[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

মহিপুরে মোড়ে মের্সাস ঢাকা ইলেকট্রনিক্স এন্ড সার্ভিসিং সেন্টার উদ্বোধন

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৯:৫০
আপডেট: ১০ মে ২০২৫ ১৯:০৫

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর কলেজ মোড়ে মের্সাস ঢাকা ইলেকট্রনিক্স এন্ড সার্ভিসিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ১১ টায় এ উদ্বোধন ও মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মেসার্স ঢাকা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ মাইনুল ইসলাম বাচ্চু এবং মহিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইওয়ান মিনিস্টার গ্রুপের ডিএম মোঃ এজাজ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ এজাজ আহমেদ বলেন, বাংলাদেশের সেরা ১০ টি ব্রান্ডের মধ্যে মাইওয়ান মিনিস্টার গ্রুপ একটি। আমাদের বিভিন্ন রকমের পন্য রয়েছে যা সম্পূর্ণ দেশের তৈরী। আপনারা আমাদের যেকোনো পন্য সবচেয়ে কম মুল্যে মেসার্স ঢাকা ইলেকট্রনিক্সে পাবেন।

মেসার্স ঢাকা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ মাইনুল ইসলাম বাচ্চু বলেন, আপনাদের সাহায্য সহযোগিতা ও ভালোবাসায় আজ এরকম একটি প্রতিষ্ঠান করতে পেরেছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই আপনাদের পাশে থাকতে পারি।

মাইনুল ইসলাম বাচ্চুর বড় ভাই মোঃ এনামুল হক বলেন, আমার ছোট ভাইকে এই অবস্থানে দেখে আমার গর্ভ হচ্ছে। আমি দোয়া করি সে আপনাদের দোয়া নিয়ে আরও এগিয়ে যাক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: গোলাম মোস্তফা কাজল, এম এম কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মোস্তাকিম, মাইওয়ান মিনিস্টার গ্রুপের মার্কেটিং অফিসার মোঃ জুলফিকার মিয়া, গোবরাতলা ইউনিয়নের মেম্বার মোঃ আব্দুল মান্নান, মোঃ আব্দুল্লাহিল কাফি, অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, গোবরাতলা মহিলা কলেজের অধ্যাপক মোঃ মমতাজুল হক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিক বর্গ।

অনুষ্ঠানে আগত প্রায় ৩০০ ব্যাক্তির মাঝে সৌজন্য উপহার প্রদান করা হয়, যাতে মিনিস্টার গ্রুপের বিভিন্ন পন্য সামগ্রী ছিল।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর