চাঁপাইনবাবগঞ্জ দি-চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে জেলার পুরাতন স্টেডিয়াম মাঠে একমাস ব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ মে) বিকাল ৫ টায় চাঁপাইনবাবগঞ্জ দি-চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ।
উদ্বোধন পরবর্তী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, এই বাণিজ্য মেলার মাধ্যমে অত্র এলাকার এবং বাংলাদেশের বিভিন্ন জেলার উদ্যোক্তাগণ এই মেলায় স্টল দিবেন এবং তারা তাদের শিল্পের প্রকাশ প্রচার এখানে ঘটাবেন।
তিনি আরও বলেন, এই বাণিজ্য মেলায় শিশুদের জন্য বিভিন্ন ইভেন্ট রয়েছে এবং মা-বোনরা যেন স্বাচ্ছন্দে এই মেলায় কেনাকাটা করতে পারেন তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।
চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, আপনাদের আমি কথা দিতে পারি এই মেলাতে অশ্লীলতা জুয়া বা কোন ধরনের ধর্মীয় আঘাত ঘটে এমন কোন ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। আমরা এই বাণিজ্য মেলা কে একটি মডেল শিল্প-বাণিজ্য মেলা হিসাবে সকলের নিকট তুলে ধরতে চাই।
তিনি আরও বলেন, আমার প্রত্যাশা চাঁপাইনবাবগঞ্জের সকল মানুষ এখানে এসে বিনোদন উপভোগ করবে। এবং কম মূল্যে যেন সকলে কেনাকাটা করতে পারে এদিকে আমাদের সুনজর থাকবে। আমি জেলাবাসী ও প্রশাসনের নিকট অনুরোধ করব এই মেলাকে সফল আপনারা আমাদের সাহায্য করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো: রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মাতিন, এ্যাডভোকেট ইসাহাক আলী প্রমুখ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: