পদ্মা নদীর সর্বনাশা ভাঙন থেকে চর আলাতুলী এলাকার মানুষকে রক্ষা করতে নদীর দুই পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণ সময়ের দাবি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
শনিবার (১০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী এলাকায় নদীর দুই পাড় পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর খোঁজখবর নিতে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, “এবছরও চর আলাতুলীর প্রায় সাড়ে তিনশ বসতবাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। পাশ্ববর্তী নারায়নপুর এলাকাও একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ জেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।”
তিনি আরও বলেন, “আমি ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা সচিবের সঙ্গে সাক্ষাৎ করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছি। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় প্রকল্পটি অনুমোদন দিয়েছে। এখন দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হওয়া উচিত।”
এ সময় স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর ব্যতিত অন্য কোনো রাজনৈতিক দল বা সংসদ সদস্য চর আলাতুলীর মানুষের পাশে দাঁড়ায় না। ভোটের সময় এলেও পরবর্তীতে তাদের দেখা মেলে না।
জবাবে নূরুল ইসলাম বুলবুল বলেন, “আমি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও ব্যক্তিগত উদ্যোগে এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আগামীতেও দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণসহ বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি।”
তিনি আরও জানান, জনগণ যদি তাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, তাহলে তিনি চর আলাতুলী ইউনিয়নের জন্য কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও মৌলিক সেবার নিশ্চয়তা দেবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেছুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, নায়েবে আমীর মোহাম্মদ দুরুল হুদা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, যুব বিভাগের সভাপতি এডভোকেট মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: