বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিনামূল্যে দুটি অটোরিকশা বিতরণ করা হয়েছে।
রোববার (১১ মে) দুপুরে শহরের রেহাইচর ব্রিজ সংলগ্ন বটতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল অটোরিকশা দুটি সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন।
রিকশা বিতরণপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুল বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে মালিক-শ্রমিকের মধ্যে সেতুবন্ধন তৈরির কাজ করে যাচ্ছে। শোষিত-নিপীড়িত শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি নিরলসভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। বেকারত্ব দূরীকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে আসছে। শুধু তাই নয়, সংগঠনটি অসুস্থ, অস্বচ্ছল শ্রমিকদের সহায়তার পাশাপাশি মৃত শ্রমিকদের পরিবারকেও সার্বিক সহযোগিতা করে থাকে।
এ সময় শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "মানব রচিত আইন দিয়ে ইসলামী শ্রমনীতি চালু করা সম্ভব নয়। ফলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও লুটপাট নির্মূল হবে। ফলে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব হবে।" এজন্য ইসলামের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সবুর। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর অধ্যাপক আবু জাফর গিফারী, নায়েবে আমীর অধ্যাপক মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ এনায়েতুল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা, পৌর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: