আগামীকাল (সোমবার) বেলা ১১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একই স্থানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে।
বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর মুহম্মদ এলতাসউদ্দিনের ইন্তেকাল, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তানকে শেষ শ্রদ্ধা আগামীকাল
চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর মুহম্মদ এলতাসউদ্দিন আজ বেলা ১২টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আগামীকাল (সোমবার) বেলা ১১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একই স্থানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে।
প্রফেসর এলতাসউদ্দিনের শিক্ষাজীবন, গবেষণা ও অবদানের জন্য দেশব্যাপী তিনি সম্মানিত ছিলেন।
আলোকিত গৌড়/এফ.এ
মন্তব্য করুন: