[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

নাচোলে জামায়াতের বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৪২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নাচোল উপজেলা ডাকবাংলা মাঠে এ র‍্যালির আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত র‍্যালিতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা আমীর অধ্যাপক ইয়াকুব আলী। পৌর আমীর মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ড. মো. মিজানুর রহমান।

র‍্যালি পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মিজানুর রহমান বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য ও আধিপত্যের বিরুদ্ধে, একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। কিন্তু বিগত ৫৪ বছরে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের ছাত্র আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে—সুন্দর ও শান্তির বাংলাদেশ গড়তে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। অন্যথায় আবারও বিদেশি আগ্রাসন ও শোষণের শিকার হতে হবে।”

তিনি বলেন, “আমরা আর বিভাজনের রাজনীতি চাই না। দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানাই।”

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর