[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

এসআই আলমগীরকে কাঁচি দিয়ে আঘাত: পাঁচবিবিতে দুইজন গ্রেপ্তার

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১২ মে ২০২৫, ২২:৩৬

সংগৃহিত ছবি

জয়পুরহাটের পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবিরকে (২৯) কাঁচি দিয়ে আঘাত করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (রোববার) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে আসামি বেলাল হোসেন ও রাফি মিয়াকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত বেলাল হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউপির পাটাবুকা গ্রামের ফুলবরের ছেলে এবং রাফি মিয়া একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল হোসেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের এক নারীর বিয়ে হলেও কয়েক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের একটি সন্তানও রয়েছে। গত শনিবার ওই নারী ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, সাবেক স্বামীর বাড়িতে তাকে আটকে রাখা হয়েছে। এরপর এসআই আলমগীর কবির ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। পরদিন (রোববার) বিকেলে আবারও একই অভিযোগ পেয়ে তিনি সেখানে যান এবং স্থানীয় বাসিন্দা রাফিকে সরিয়ে মীমাংসা করেন।

ঘটনার একপর্যায়ে রাফি ক্ষিপ্ত হয়ে কাঁচি দিয়ে এসআই আলমগীরকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানার পর পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব হাসপাতালে গিয়ে তাকে দেখেন। এরপর রাতেই এসআই আলমগীর কবির বাদী হয়ে মামলা দায়ের করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, “মামলার পরপরই অভিযানে নেমে বেলাল ও রাফিকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়ায় তাদের আদালতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। আহত এসআই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর