[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গার ছয়ঘরিয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্র রিয়াদকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৫, ২২:৪৬

সংগৃহিত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ছয়ঘরিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে রিয়াদ হোসেন (১৩) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী হযরত আলী। সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।

নিহত রিয়াদ পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান কাজীর ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হযরত আলীর (৩০) পরিবারের সঙ্গে রিয়াদের বাবা জিয়াউর রহমানের পারিবারিক সখ্যতা নিয়ে হযরতের মা আপত্তি জানান। এই সখ্যতা নিয়ে কথা-কাটাকাটির জেরে হযরতের মা তার ছেলেকে উসকে দিয়ে বলেন, জিয়াকে মেরে ফেলতে। এরপর হযরত আলী হাসুয়া হাতে জিয়ার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ক্ষোভে তার ছেলে রিয়াদকে গলায় কোপ দিয়ে হত্যা করে।

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হযরত আলীর স্ত্রী ও আরেকজনকে আটক করলেও মূল অভিযুক্ত হযরত এখনো পলাতক। পুলিশ জানিয়েছে, তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, ‘‘কি কারণে শিশুকে হত্যা করা হলো তা তদন্তে বের হবে। কিন্তু এমন নৃশংসতা মেনে নেওয়া যায় না।’’

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, “এটি সম্পূর্ণ পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিয়াদের বন্ধুরা, প্রতিবেশীরা ও স্থানীয় শিক্ষকরা শাস্তির দাবি জানিয়েছেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর