রাজশাহী নার্সিং কলেজে সিনিয়র স্টাফ নার্স এবং পোস্ট বেসিক কোর্সের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে বিএসসি ইন নার্সিং (বেসিক) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুর আনুমানিক ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীরা প্রথমে কলেজের মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর হোস্টেলের গেটেও ভাঙচুর চালিয়ে তারা হোস্টেলের ভেতরে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। এ ঘটনায় প্রায় ১৫-১৬ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মোসাঃ মতিয়ারা বেগম বলেন, “হামলার সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কলেজে দীর্ঘদিন ধরে চলমান বিভেদ বা পারস্পরিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, “আমরা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিচ্ছি এবং ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। এ ছাড়া পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”
আহত শিক্ষার্থীরা ও তাদের সহপাঠীরা কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ঘটনার পর কলেজ ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ শিক্ষার্থীরা জানান, তাদের জীবন ও নিরাপত্তা এখন হুমকির মুখে। তারা কলেজ প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: