[email protected] বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

চাটখিলের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১৯:৫৫

ছবি: আলোকিত গৌড়

খোয়াজে ভিটি ফাজিল মাদ্রাসার গভনিং বডির সভাপতি মহিউদ্দিন হাসান । চাটখিল উপজেলা শ্রেষ্ঠ বিদ্যাপিঠ খোয়াজে ভিটি ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. আইউব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়েছে বলে বিষয়টি বুধবার (১৪ মে) নিশ্চিত করেন মহিউদ্দিন হাসান।

উল্লেখ্য, প্রখ্যাত ইসলামিক বক্তা চাটখিল উপজেলা জামায়াতের আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান এই শিক্ষা প্রতিষ্ঠানেরই সহকারী অধ্যাপক ছিলেন। তিনি আওয়ামী লীগের শাসনামলে বিপুল ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কয়েক মাসের ব্যবধানে তাঁকে হত্যার উদ্দেশ্যে তাফসীর মাহফিলে যাওয়ার পথে গাড়ির গতিরোধ করে হামলা চালায়। ঐ হামলায় তিনি স্থানীয়দের সহযোগিতায় প্রাণে বেঁচে গেলেও মারাত্মক রক্তাক্ত জখমের শিকার হন।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর