নওগাঁর মান্দা উপজেলায় ধান কাটার শ্রমে নিয়োজিত কৃষকদের মাঝে খাবার স্যালাইন, কলা, বিস্কুট ও পানীয় বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতিন।
বুধবার (১৩ মে) দিনব্যাপী উপজেলার পরানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই সহায়তা কর্মসূচি পরিচালিত হয়। এর আগে সোমবার মান্দা, ভারশোঁ ও তেঁতুলিয়া ইউনিয়নেও একই কার্যক্রম পরিচালনা করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেলাল, এডভোকেট মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার, যুগ্ম আহ্বায়ক মাইনুর ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় নেতা এম.এ মতিন বলেন, “খাদ্যে স্বনির্ভরতা, উন্নত কৃষি ব্যবস্থা এবং কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সহায়তা প্রদান করা হয়েছে।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকেরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ধান কাটার সময় গরমে শরীরের ভারসাম্য রক্ষায় এটি সহায়ক হয়েছে বলে জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: