[email protected] বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে দুমকীতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৫, ২১:৩০

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে দুমকীতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ- সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে পটুয়াখালীর দুমকীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্রদল। বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে সরকারি জনতা কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা সাম্য হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেন। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান।

বক্তারা বলেন, “সাম্যের মতো একজন মেধাবী ছাত্রনেতাকে নির্মমভাবে হত্যা করা ছাত্ররাজনীতির ওপর চরম আঘাত। এ হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।”

বিক্ষোভে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, সরকারি জনতা কলেজ শাখার সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ, যুগ্ম আহ্বায়ক মো. সজিব সরদার, মো. রিয়াজুল ইসলাম, সদস্য মো. শফিকুল ইসলাম ইমরান, মো. রামীম মৃধা, মো. আল আমিন হোসেন, নাঈম মৃধা, ঈছা শরীফ প্রমুখ।

ছাত্রদল নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই হত্যার বিচার না হলে সারা দেশে ছাত্রদলকে নিয়ে কঠোর আন্দোলনের সূচনা করা হবে।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর