পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় র্যাবের পোশাক, খেলনা অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এএসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি নিয়মিত টহল দল এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন—বাউফল উপজেলার গুলবাগ গ্রামের বারেক দূয়ারীর ছেলে মো. আল আমিন (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেরকুঠি গ্রামের কাশেমের ছেলে আল আমিন তারেক (৪৩)। পুলিশ জানিয়েছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসে ছয়জন ব্যক্তি ভ্রমণ করছিলেন। পায়রা সেতুর কাছে পুলিশ চেকপোস্টে গাড়িটি থামানোর নির্দেশ দেওয়া হলে দুই ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে।
তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে র্যাবের তিনটি ইউনিফর্ম, দুটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি সেট, পাঁচটি মোবাইল ফোন, দুটি গাড়ির নম্বর প্লেট, একটি হাতকড়া এবং একটি প্লাস উদ্ধার করা হয়।
দুমকী থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “আটক ব্যক্তিরা প্রতারণার উদ্দেশ্যে র্যাবের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করবেন বলে জানিয়েছে থানা পুলিশ। মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: