[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

জম্মুতে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সীমান্তজুড়ে উত্তেজনা চরমে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মে ২০২৫, ২২:৩৯

বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান (ছবি- সংগৃহীত)

ভারত শাসিত কাশ্মীরের গুরুত্বপূর্ণ শহর জম্মুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (৮ মে) রাতে এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, হামলার পর জম্মু শহরসহ আখনুর ও কিশতওয়ার জেলায় জরুরি সতর্কতা জারি করা হয় এবং পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ‘লোইটারিং মিউনিশন’ নামক বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করে জম্মু বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করে। তবে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে একাধিক হুমকি আকাশেই প্রতিহত করে।

এদিকে, ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি নিরাপত্তা সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করলেও বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। সূত্রটি গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ করেনি।

জম্মু ও কাশ্মীরের সাবেক পুলিশ মহাপরিদর্শক শেশ পল বৈদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, তিনি “প্রবল বিস্ফোরণের শব্দ” শুনেছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পহেলগাম হামলার পর থেকেই কাশ্মীর অঞ্চলে উত্তেজনা চরমে উঠেছে। ভারতের অভিযোগ, পাকিস্তান তাদের সামরিক স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অন্যদিকে পাকিস্তান অভিযোগ করেছে, ভারত বেসামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তাদের ভূখণ্ডে।

এই সর্বশেষ হামলার প্রেক্ষাপটে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুরো অঞ্চলে উত্তেজনা নতুন করে বাড়ছে।

সূত্র: এএনআই, এএফপি

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর