বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি আগামীকাল বুধবার (১৪ মে) পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেইসাথে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ ফিরে পাওয়া সংক্রান্ত আবেদনের বিষয়ে দলটির এক আবেদনও শুনানি হয়েছে। সেটির বিষয়ে একই সঙ্গে শুনানি অনুষ্ঠিত হবে বুধবার।
মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৌহিদুর রহমান।
আদালত কক্ষে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রোটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে আদালতে আজ আবেদনের ওপর শুনানি শুরু হয় সকাল ১০টা ৫ মিনিটে। শুনানি চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: