[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মে ২০২৫, ২৩:০০

সংগৃহিত ছবি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের পরও তিনি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত থাকছেন। জানা গেছে, এখন থেকে তিনি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বড় ভাই। ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হন মুগ্ধ। তার স্মৃতিকে কেন্দ্র করেই গত বছর ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। গঠনের সময় স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করা হলেও পরে তিনি সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, নেতৃত্বের এই পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও সংগঠিত ও কার্যকরভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর