[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের রাজনীতি করার প্রশ্নই ওঠে না: মুফতি কাজী ইব্রাহিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে ২০২৫, ২২:২৯

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে হাজির হন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম (ছবি- সংগৃহীত)

আওয়ামী লীগকে “খুনি দল” আখ্যা দিয়ে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন আলোচিত ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। শুক্রবার (৯ মে) রাতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক অবরোধ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

শাহবাগ মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে মুফতি ইব্রাহিম বলেন, “খুনি আওয়ামী লীগের রাজনীতি করার প্রশ্নই ওঠে না। বিচারিক আদালতে জানের বদলে জানের বিচার চাই। হাজার হাজার শহীদের বিচার চাই।”

তিনি বলেন, “আমি এই শাহবাগে তোমাদের মাঝে এসেছি, জানি তোমরা বিজয়ী হবেই। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলবো—সংখ্যা দিয়ে নয়, আত্মত্যাগ দিয়ে বিচার করতে হবে। সত্যের বিচার করতে হবে।”

কর্মসূচিতে উপস্থিত ছাত্র ও জনতা মুফতি ইব্রাহিমের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন স্লোগানে মেতে ওঠে। তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জোরালোভাবে তোলে।

তিনি আরও বলেন, “দিল্লী বসে ষড়যন্ত্র করবে—এটা হতে দেবো না। ছাত্রদের আন্দোলনে এসেছি আমরা। বিজয়ী কাফেলার বিজয় হবেই ইনশাআল্লাহ। যারা এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবে না, তাদেরও কবর রচিত হবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে সরকারবিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর