ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে এক হত্যা মামলায় চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন।
হত্যা মামলায় সংগীতশিল্পী মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজের এক হত্যা মামলায় চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে শুনানি শেষে মহানগর হাকিম মো. জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মমতাজের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রীসহ আরও অনেকের নাম রয়েছে। মামলার এজাহারে তাকে ৪৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী মমতাজের রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, একাধিক সময় তিনি সরকারি আয়োজনে অংশ নিয়েছেন এবং বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবী সেদিন কোনো মন্তব্য করেননি।
শুনানি চলাকালে আদালত কক্ষে আইনজীবী, পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মমতাজ বেগম ছিলেন শান্ত ও নিরুত্তাপ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় এক ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহত হন। নিহতের পরিবার ওই বছরের ২৭ নভেম্বর মামলা দায়ের করে, যাতে ২৪৩ জনকে নামীয় এবং আরও প্রায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আলোকিত গৌড়/এফ.এ
মন্তব্য করুন: