আসন্ন জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহায়তায় ২১৮৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
‘বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন্স (ব্যালট)’ নামের এ প্রকল্পটির মেয়াদ হবে তিন বছর—২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত। মোট বাজেট ধরা হয়েছে ১৮ কোটি মার্কিন ডলার, যার প্রতিটি ডলার ১২১ টাকা ৪৫ পয়সা হিসেবে হিসাব করা হয়েছে।
ইসির গবেষণা ও প্রকাশনা শাখার সহকারী প্রধান আরিফুল ইসলাম অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের জন্য চিঠি পাঠিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়নে সহায়তার জন্য ইউএনডিপিকে নির্বাচন ভবন (আগারগাঁও)-এ একটি সাইট অফিসও বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, ইউএনডিপির মাধ্যমে অর্থসংস্থান নিশ্চিত হলে পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রমে এই অর্থ ব্যয় করা হবে।
এর মধ্যে রয়েছে—ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনা, যেমন: ক্যামেরা, ল্যাপটপ, আইরিশ স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সিগনেচার প্যাড, ডকুমেন্ট স্ক্যানার এবং সার্ভার সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন।
নির্বাচন কমিশন বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যতের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনগুলো আরও স্বচ্ছ, নিরাপদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর হবে বলে তারা আশা করছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: