[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে রাজনৈতিক দলের সঙ্গে বিডার মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৫, ২১:২৪

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে রাজনৈতিক দলের সঙ্গে বিডার মতবিনিময় সভা অনুষ্ঠিত (ছবিঃ সংগৃহীত)

বাংলাদেশে টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নীতিনির্ধারক পর্যায়ের সংলাপে বসেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিডা দেশের শীর্ষস্থানীয় ১৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে চলমান সংস্কার কার্যক্রম, নীতির ধারাবাহিকতা এবং সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করে।

সভায় সভাপতিত্ব করেন বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান দেশের জাতীয় স্বার্থের বিষয়, যা দলীয় বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ এখনো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বিডা ধারাবাহিকভাবে সংস্কারমূলক উদ্যোগ নিচ্ছে। আসন্ন ছয় থেকে আট মাসের পরিকল্পনা ও কার্যক্রম নিয়েও এ সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় বিডার পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি। তিনি বিডার সংস্কার পরিকল্পনা, অগ্রগতি প্রতিবেদন এবং বিনিয়োগ সম্মেলন পরবর্তী প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পদক্ষেপ তুলে ধরেন।

তিনি জানান, দুই শতাধিক স্থানীয় বিনিয়োগকারী ও অংশীজনের সঙ্গে আলোচনা করে পাঁচটি মূল চ্যালেঞ্জ চিহ্নিত করেছে বিডা—সরকারি পরিষেবার মান, নীতির ধারাবাহিকতা, শিল্প খাতের পরামর্শ, দুর্নীতি হ্রাস এবং সম্পদ ব্যবহারের সুযোগ।
এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিডা ইতোমধ্যে যেসব উদ্যোগ নিয়েছে এবং দীর্ঘমেয়াদে যে পরিকল্পনা রয়েছে, তা রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হয়। সেইসঙ্গে দলগুলোর পরামর্শ ও মতামতও চাওয়া হয়।
সভায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বিডার উদ্যোগকে স্বাগত জানান এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিডার কাজের প্রশংসা করেন। তাঁরা দেশি বিনিয়োগকারীদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং দক্ষ শ্রমিক তৈরিতে প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আইনি জটিলতা নিরসন, শ্রমিকদের স্বার্থ রক্ষা ও পরিবেশবান্ধব বিনিয়োগে বিডাকে আরও সক্রিয় ভূমিকা নিতে পরামর্শ দেন।

এছাড়া তারা দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বক্তব্যের শেষে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত আমাদের কার্যক্রমকে আরও শক্ত ভিত্তি দেবে।

তিনি জানান, আগামী প্রেজেন্টেশনে দেশীয় বিনিয়োগকারীদের বিষয়টি আলাদাভাবে উপস্থাপন করা হবে।

চট্টগ্রাম বন্দর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এটিকে বিশ্বমানের বন্দরে রূপান্তরের প্রচেষ্টা চলছে, তবে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোস করা হবে না।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ধরনের গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর