[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বেগ প্রকাশ ভারতের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৫, ২১:৫৮

ছবিঃসংগ্রহীত

বাংলাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বেগ প্রকাশ ভারতের

বাংলাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ উদ্বেগের কথা জানান।

রণধীর জয়সওয়াল বলেন, “কোনও উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। (বাংলাদেশে) গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সঙ্কুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।”

এ সময় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি। মুখপাত্র আরও বলেন, “বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই।”

উল্লেখ্য, গতকাল সোমবার (১২ মে) অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

আলোকিত গৌড়/এফ.এ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর