চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ প্রকল্পের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটি শুধু একটি সেতু নয়, এটি ইতিহাস ও চট্টগ্রামের মানুষের জীবনের অংশ। নতুন সেতু নির্মিত হলে চট্টগ্রামবাসীর বহুদিনের কষ্টের অবসান হবে।”
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নতুন কালুরঘাট সেতু। বর্তমানে যে সেতুটি ব্যবহৃত হচ্ছে তা ১৯৩১ সালে নির্মিত এবং ২০১১ সালেই এর কার্যকারিতা শেষ হয়ে গেছে।
নতুন সেতুটি ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করে ২০৩০ সালে যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি মুহাম্মদ ইউনূসের প্রথম চট্টগ্রাম সফর। এ সফরে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের পাশাপাশি তিনি বন্দর ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন কালুরঘাট সেতু বাস্তবায়িত হলে বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াত এবং অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: